একটি মুসলিম দেশের শিক্ষা কারিকুলাম কেমন হওয়া উচিত

প্রশ্ন                                                                                                         

আমাদের দেশে বিভিন্ন রকম শিক্ষা-কারিকুলাম প্রচলিত রয়েছে। আমার জানার বিষয় হলো একটি মুসলিম দেশের শিক্ষা-কারিকুলাম কেমন হওয়া উচিত?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ইসলাম জ্ঞান শিখতে উদ্বুদ্ধ করে।

হাদিস শরিফে এসেছে, রাসূল )সা.) বলেন, ‘ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২২৪]

তবে মৌলিকভাবে এই জ্ঞান দ্বারা উদ্দেশ্য হলো কুরআন-হাদিসের জ্ঞান। সুতরাং একটি মুসলিম দেশের শিক্ষা-কারিকুলামের মধ্যে কুরআন, হাদিস এবং তদসংশ্লিষ্ট শাস্ত্রগুলোই প্রাধান্য পাবে, এটাই স্বাভাবিক।

তবে ইসলাম জাগতিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ হতে নিষেধ করে না। বরং জাগতিক বিষয়েও প্রয়োজন পরিমাণ দক্ষ জ্ঞানী বিদ্যমান থাকাকে ইসলাম উদ্বুদ্ধ করে।

সুতরাং একটি মুসলিম দেশের শিক্ষা-কারিকুলামে কুরআন-হাদিসের প্রাধান্য থাকার পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় বিষয় (যথা, চিকিৎসা, বিজ্ঞান, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি) অন্তর্ভুক্ত থাকা জরুরি।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/4247/article-details.html