ইলম অর্জনের ফযিলত কী

প্রশ্ন                                                                                                         

আমি কুরআন-হাদিসের আলোকে ইলম অর্জনের ফযিলত জানতে চাই

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ইলম আল্লাহ তাআলার এক বিশাল নেয়ামত। আল্লাহ তাআলা যাকে অনুগ্রহ করেন তাকে এই নেয়ামত দান করেন। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে-

‘যাকে হিকমত তথা প্রজ্ঞা দান করা হয়েছে তাকে প্রভূত কল্যাণ দান করা হয়েছে।’ [সূরা বাকারা, আয়াত: ২৬৯]

অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন,

‘যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে ।’ [সূরা যুমার, আয়াত: ৯]

হাদিস শরিফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন

‘আলেমগণ নবীদের ওয়ারিশ।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩৬৪১]

অন্যত্র তিনি বলেন-

‘যে ব্যক্তি ইলম অর্জনের পথে অগ্রসর হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৬৭]

এ ছাড়াও কুরআন-হাদিসে ইলম অর্জনের ফযিলত সম্পর্কে আরও অনেক ফযিলত বর্ণিত হয়েছে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/4228/article-details.html