ঘর-বাড়িতে ফুল বা কোরআন-হাদিসের অর্থ কাপড়ে তুলে গ্লাসে বাঁধাই করে রাখা জায়েয আছে কি
প্রশ্ন
কোনো কোনো মহিলা কোরআনের আয়াত বা হাদিসের অর্থ অথবা কাপড়ে ফুল তুলে গ্লাসে বাঁধাই করে ঘরে টানিয়ে রাখে। এতে কোনো সমস্যা হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঘর-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজানো-গোছানো করে রাখা শরিয়তে কাম্য।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
عن عبد الله بن عمرو قال : قلت : يا رسول الله أمن الكبر أن ألبس الحلة الحسنة ؟ قال : إن الله جميل يحب الجمال
আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (সা.)-কে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ, আমি যদি সুন্দর পোশাক পরি তাহলে কি তা অহংকারের অন্তর্ভুক্ত হবে? রাসূল (সা.) বললেন, ‘নিশ্চয় আল্লাহ সুন্দর। এবং তিনি সুন্দরকে ভালোবাসেন।’ [মসতাদরাকে হাকেম, হদিস: ৭০]
সুতরাং ঘর-বাড়িতে সৌন্দর্য বন্ধনের জন্য অপচয় না করে কাপড়ে কোরআন আয়াত বা হাদীসের অর্থ অথবা কাপড়ে ফুল তুলে গ্লাসে বাঁধাই করে ঘরে টানিয়ে রাখা জায়েয আছে। এবং এ কাজ কোনো নারী করলেও সমস্যা নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/4094/article-details.html