রাসূল (সা.) এর নাম শুনে আঙ্গুলে চুমু খেয়ে চোখে মোছা জায়েয আছে কি

প্রশ্ন                                                                                                         

অনেকে রাসূল (সা.) এর নাম শুনলে বৃদ্ধাঙ্গুলিতে চুমু খেয়ে চোখে মোছে এবং এটাকে চোখের জ্যোতি বৃদ্ধি ও মুস্তাহাব আমল মনে করে। প্রশ্ন হলো, এগুলোর হুকুম কী?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হাদিস শরিফে নবী কারিম (সা.) এর নাম শুনে দরুদ শরিফ পড়ার আদেশ করা হয়েছে। তার প্রতি সম্মান প্রদর্শনের এটাই উত্তম পন্থা। মনগড়া কোনো পন্থায় সম্মান প্রদর্শন করা শরিয়তসম্মত নয়। এ জন্য উলামায়ে কেরাম বলেন, রাসূল (সা.) এর নাম শুনে আঙ্গুল চুম্বন করে তা চোখে লাগানো শরিয়তসম্মত নয়। কোনো হাদিসে কিংবা সাহাবায়ে কেরাম, তাবেয়ী ও তাবে তাবেয়ীর আমলে তা পাওয়া যায় না। তাই এ আমলকে মুস্তাহাব মনে করা বিদআত ও গোমরাহী। এর থেকে বেঁচে থাকা জরুরি। রদ্দুল মুহতার ১/৩৯৮; ইমদাদুল আহকাম ১/১৮৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/3509/article-details.html