আত্মরক্ষায় সহায়ক খেলাধুলার বিধান কী

প্রশ্ন                                                                                                         

কুস্তি লড়াই, কারাতে, বক্সিং খেলা জায়েয আছে কি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

যেসব খেলাধুলা আত্মরক্ষায় সহায়তা করে এবং শারীরিক শক্তি বৃদ্ধি করে সেসব খেলাধুলা শুধু জায়েযই নয়; বরং উত্তম। হাদিস শরিফে এসেছে, ‘রাসূল (সা.) তীর ও তরবারি চালনা এবং উট ও ঘোড়া দৌড়ানোর ক্ষেত্রে প্রতিযোগিতা করাকে উৎসাহিত করেছেন।’ [সুনানে নাসায়ী ২/১২৫] অন্য হাদিসে বর্ণিত আছে, ‘রাসূল (সা.) এর উপস্থিতিতে হাবশী বালকরা বর্শা দিয়ে খেলাধুলা করত।’ [সহিহ বুখারি ১/৪০৬] তাই আমাদের একালে যেসব খেলাধুলা মানুষকে আত্মরক্ষায় সহায়তা করে সেগুলো শুধু বৈধই নয় বরং তা উত্তম। যেমন- কুস্তি লড়াই, কারাতে, বক্সিং, বন্দুক চালানোর প্রশিক্ষণ ইত্যাদি। তবে এ সকল ক্ষেত্রে এ বিষয়টি লক্ষ রাখতে হবে, যেন খেলাগুলোর সাথে শরীয়ত পরিপন্থী কোনো বিষয় যুক্ত না হয়। আদদুররুল মুখতার ৫/২৫৯; রদ্দুল মুহতার ৫/২৫৯

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/3394/article-details.html