জিনদের মধ্যে কোনো নবী ছিল কী
প্রশ্ন
জিনদের মধ্যে কোনো নবী ছিল কী?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জিনদের মধ্যে কেউ কেউ নবী ছিলেন কি না এ ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে অধিকাংশ ওলামায়ে কেরামের মতে জিনদের মধ্যে কোনো নবী ছিলেন না। আল্লাত তাআলা কুরআন মাজিদে বললেন, ‘হে জিন ও মানব সম্প্রদায় তোমাদের মধ্য থেকে কি তোমাদের কাছে নবী রাসুলগণ আসেননি’? [সূরা আনআম, আয়াত: ১৩০] এ আয়াতের তাফসীরে হযরত মুজাহিদ (রহ.)বলেন, ‘জিনদের মধ্য থেকে কোনো নবী আসেননি। জিনদের মধ্য থেকে এসেছেন নাযযারাহ বা সতর্ককারী।’ [তাফসীরে তাবারী, সূরা আনআম, আয়াত: ১৩০]আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/3342/article-details.html