রাসূল (সা.) কি গায়েব জানতেন
প্রশ্ন
আমাদের এলাকার কিছু মানুষের বিশ্বাস হলো, রাসূল (সা.) গায়েব জানতেন। এ সম্পর্কে ইসলামে সঠিক আকীদা কী?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সার্বিকভাবে ইলমে গায়েব এবং সর্বত্র হাজির-নাজির হওয়া আল্লাহ তাআলারই গুণ ও বৈশিষ্ট্য, যা আল্লাহ ছাড়া আর কারও জন্য হতে পারে না। এমনকি স্বয়ং নবী কারিম (সা.)ও এ ধরনের গুণে গুণান্বিত ছিলেন না। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ‘গায়েবের চাবিকাঠি একমাত্র তার হাতে। তিনি ছাড়া আর কেউ জানেন না।’ [সূরা আন‘আম, আয়াত: ৫৯] অন্যত্র ইরশাদ করেন, ‘আপনি বলুন, আল্লাহ ছাড়া আসমান জমিনে যারা আছে কেউই গায়েব জানে না।’ [সূরা নামল, আয়াত: ৬৫] তাই রাসূল (সা.) গায়েব জানতেন, এ ধরনের আকীদা হলো শিরকী আকীদা। এ ধরনের আকীদা পোষণ করা থেকে বেঁচে থাকা সকলের জন্য জরুরি।আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/3322/article-details.html