দেওয়ানবাগী পীর সাহেবের কাছে মুরিদ হওয়া যাবে কি

প্রশ্ন                                                                                                         

আমাদের এলাকার এক লোক দেওয়ানবাগী পীর সাহেবের মুরিদ। সে আমাকে বারবার এই পীরের মুরিদ হওয়ার জন্য দাওয়াত দেয়। আমি জানতে চাই, দেওয়ানবাগী পীর সাহেবের কাছে মুরিদ হওয়া যাবে কি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ইসলামে আত্মশুদ্ধির গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন,

قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا

‘যে তা পরিশুদ্ধ করেছে সে সফলকাম হয়েছে।’ সূরা শামছ, আয়াত: ৯ আর এই আত্মশুদ্ধির জন্য হক্কানী কোনো পীর বা শায়খের সোহবতে থাকলে আত্মশুদ্ধি করা সহজ হয়। এ লক্ষ্যেই বিভিন্নজন বিভিন্ন হক্কানী পীরের কাছে মুরিদ হন। তবে আমাদের দেশে অনেকেই এই পীর-মুরিদীর বিষয়টিকে এক ধরনের ব্যবসা হিসেবে গ্রহণ করেছে। দেওয়ানবাগী পীরও তেমনি একজন পীর। সে মূলত একজন নামধারী ভণ্ড পীর। তার আকীদা-বিশ্বাস ইসলামী শিক্ষার বিপরীত। এবং সে ইসলামকে বিকৃত করার কারণে যিন্দিক ও ধর্মদ্রোহীতে পরিণত হয়েছে। আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা না করে সংক্ষেপে তার তত্ত্বাবধানে রচিত একটি বই থেকে জাহান্নাম সম্পর্কে তার বিকৃত আকিদা তুলে ধরছি। তার তত্ত্বাবধানে রচিত ‘আল্লাহ কোন পথে’ বইটিতে রয়েছে- ‘মানুষের দেহ স্থূল কিন্তু সূক্ষ্ম। সুতরাং জাগতিক কোনো আগুন দ্বারা সূক্ষ্ম আত্মাকে জ্বালানো সম্ভব নয়। মৃত্যুর পর মানুষের শরীর ধ্বংস হয়। উহাকে জাগতিক অর্থে আগুন দিয়ে পোড়ানোর প্রশ্ন অবান্তর। কাজেই আসল কথা হল আল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে আত্মা এক বিচ্ছেদ যাতনা ভোগ করতে থাকে। প্রভুর পরিচয় নিজের মাঝে না পাওয়া অবস্থায় তার মৃত্যু হলে সে বে-ঈমান হয়ে মারা যায়। তখন তার আত্মা এমন এক অবস্থায় আটকে পড়ে যে, পুনরায় আল্লাহর সাথে মিলনের পথ পায় %E