গোলাম আহমাদ কাদিয়ানীর অনুসারী কি মুসলিম

প্রশ্ন                                                                                                         

কোনো মুসলমান যদি এরূপ বিশ্বাস করে যে, মির্জা গোলাম আহমাদ কাদিয়ানী রাসূল (সা.) এর ফয়েজ ও বরকত লাভ করেছে এবং তার অনুসরণ করে তাহলে সে কি মুসলমান থাকবে? তার পিতা যদি মুসলমান হয় তাহলে সে কি পিতা থেকে মিরাস পাবে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মির্জা গোলাম আহমাদ কাদিয়ানী নবী দাবি করে এবং নবীগণকে হেয় প্রতিপন্ন করে কাফের হয়ে গেছে। অতএব যে তার অনুসরণ করবে সেও কাফের হয়ে যাবে। তাই ঐ ব্যক্তি তার পিতা থেকে মিরাস পাবে না। কারণ কোনো কাফের কোনো মুসলমানের ওয়ারিশ হতে পারে না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন, لاَ يَرِثُ الْكَافِرُ الْمُسْلِمَ ، وَلا الْمُسْلِمُ الْكَافِرَ ‘কোনো মুসলমান কাফেরের ওয়ারিশ হবে না। এবং কোনো কাফের কোনো মুসলমানের ওয়ারিশ হবে না।’ [সুনানে বায়হাকী ২৪০৫] ফাতাওয়া হিন্দিয়া ২/২৬৬; রদ্দুল মুহতার ২/৪০০ আলফিকহুল আকবার ২০২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/3306/article-details.html