শায়খ ও শায়খুল হাদিস মানে কী
প্রশ্ন
শায়খ ও শায়খুল হাদিস মানে কী?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আরবরা বয়স্ক ও সম্মানিত ব্যক্তিকে শায়খ বলে। অনুরূপ উস্তাদকেও তারা শায়খ বলে। হাদিসের ছাত্ররা তাদের হাদিসবিশারদ উস্তাদকে শায়খ বলে। শায়খ দ্বারা হাদিসের উস্তাদ আর রাবী দ্বারা শায়খের ছাত্রকে বুঝানো হয়। শায়খুল হাদিস: হাদিস শাস্ত্রে গভীর পাণ্ডিত্যের অধিকারী, দীর্ঘ দিন হাদিসের পঠন ও পাঠনে নিরত শায়খকে শায়খুল হাদিস বলে। তবে আমাদের ভারত উপমহাদেশে বুখারি শরিফের পাঠদানকারীকে শায়খুল হাদিস বলা হয়।আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/3263/article-details.html