মরণোত্তর চক্ষুদান করা যাবে কি
প্রশ্ন
কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় অসিয়ত করে যায় তার চক্ষু যেন অমুক অন্ধ ব্যক্তিকে দেওয়া হয়। তাহলে তার অসিয়ত পালন করে ঐ ব্যক্তিকে চক্ষু দান করা যাবে কি?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, ঐ ব্যক্তির অসিয়ত পালন করে অন্ধ ব্যক্তিকে চক্ষু দান করা যাবে। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। -দাতার জীবদ্দশায় অনুমতি প্রদানের পাশাপাশি মৃত্যুর পর ওয়ারিশদের অনুমতি থাকা। কেননা মৃত্যুর পর ওয়ারিশগণ তার লাশের অভিভাবক। -তার চক্ষু জীবিত ব্যক্তির চোখে স্থাপন করলে দৃষ্টিশক্তি ফিরে আসার প্রবল ধারণা থাকা। -বিজ্ঞ ডাক্তার এ কথা বলা যে, এমন করলে তার দৃষ্টিশক্তি ফিরে আসবে। কারারাতু মাজাল্লাতি মাজমাইল ফিকহিল ইসলামী, জেদ্দা, সংখ্যা ৯ খণ্ড ৪ পৃষ্ঠা ৫০৭; আলইসলামু ওয়াত তিব্বুল হাদিস, পৃ. ২২৩আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/3249/article-details.html