সৎ মাকে যাকাত দেওয় যাবে কি
প্রশ্ন
সৎ মাকে যাকাত দেওয় যাবে কি?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সৎ মা যদি যাকাত গ্রহণের উপযুক্ত হয় তাহলে তাকে যাকাত দেওয়া যাবে। এতে কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, ‘যাকাত হলো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত, যাকাত উশুলকারী ও যাদের চিত্ত আকর্ষণ (যাদের হৃদয় সদ্য সত্য গ্রহণ করেছে) প্রয়োজন তাদের হক এবং তা দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহ্র পথে জেহাদকারীদের জন্য ও মুসাফিরদের জন্য, এই হলো আল্লাহ্র নির্ধারিত বিধান। আল্লাহ্ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।’ [সূরা তওবা, আয়াত: ৬০] ফাতাওয়া তাতারখানিয়া ২/২৭৩; বাদায়েউস সানায়ে ২/১৬২; ফাতহুল কাদীর ২/২০৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮৮; আদ্দুররুল মুখতার ২/৩৪৬আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/?p=3197&preview=true