কেউ মৃত্যুবরণ করলে তার লাশে সুগন্ধি ব্যবহার করা যাবে কি

প্রশ্ন                                                                                                         

মানুষ মৃত্যুবরণ করলে দেখা যায় তার লাশে সুগন্ধি ব্যবহার করা হয়। জানতে চাই, ‍মৃত ব্যক্তির লাশে সুগন্ধি ব্যবহার করার বিধান কী?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মৃত ব্যক্তির লাশে সুগন্ধি ব্যবহার করা খারাপ কিছু নয়। বরং তা মুস্তাহাব। অনেক সাহাবী-তাবেয়ী থেকেই তা বর্ণিত আছে। এক বর্ণনায় আছে ‘ইবনে উমর (রা.) মায়্যিতের জন্য মিশক ব্যবহার করতেন।’ [মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা: ৬১৪০] অন্য বর্ণনায় আছে ‘ইবনে সিরীন রহ. মায়্যিতকে মিশক দিয়ে সুগন্ধিময় করে দিতেন।’ [মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা: ৬১৩৮] শরহুল মুনইয়্যাহ পৃ. ৫৭৯; হাশিয়াতুত্তাহতাবী আলাদ্দুর ১/৩৬৭; আননাহরুল ফায়েক ১/৩৮৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬১; আলবাহরুর রায়েক ২/১৭৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: . মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/?p=3173&preview=true