আজানের পরের দোয়াটি কি হাদিস দ্বারা প্রমাণিত
প্রশ্ন
আজানের পর আমরা যে দোয়াটি পড়ি তা কি কুরআন-হাদিস দ্বারা প্রমাণিত? দলিলসহ জানতে চাই।উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, আজানের পরের দোয়াটি হাদিস দ্বারা প্রমাণিত। হাদিস শরিফে এসেছে, হযরত জাবের (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি আজান শেষে নিম্নোক্ত দোয়া পাঠ করবে কেয়ামতের দিন তার জন্য আমার শাফায়াত আবশ্যক হয়ে পড়বে।’ দোয়াটি এই- اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ، إِنَّكَ لاَ تُخْلِفُ الْمِيعَادَ. )والجزء الأخير في سنن البيهقي( সহিহ বুখারি ৬১৪; সুনানে বায়হাকী কুবরা ২০০৯আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/?p=3108&preview=true