তাওয়াফের নামাজ কি শুধু ফরজ ও ওয়াজিব তাওয়াফের পরই পড়তে হয়
প্রশ্ন
অনেক ভাইকে দেখা যায়, অনেকগুলো নফল তাওয়াফ করে পরে একসাথে দুই রাকাত নামাজ পড়ে নেয়। জানতে চাই, এমন করা কি সহিহ?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ফরজ-ওয়াজিব তাওয়াফের মতো নফল তাওয়াফের পরও দুই রাকাত নামাজ পড়া ওয়াজিব। তাই একাধিক তাওয়াফের জন্য শুধু দুই রাকাত নামাজ পড়া সহিহ নয়। বরং প্রত্যেক তাওয়াফের জন্যই দুই রাকাত নামাজ পড়তে হবে। তাছাড়া তাওয়াফের এই নামাজ বিলম্ব করাও উচিত নয়। বিনা ওজরে বিলম্ব করা মাকরুহ। নাফে’ (রহ.) থেকে বর্ণিত, ‘হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) একত্রে একাধিক তাওয়াফ করা অপছন্দ করতেন। তিনি বলেন, প্রত্যেক সাত চক্করে (অর্থাৎ এক তাওয়াফের পর) দুই রাকাত নামায পড়া জরুরি। তিনি একত্রে দুই তাওয়াফ করতেন না।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৯০১২] মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৩৭০৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২২৭; রদ্দুল মুহতার ২/৪৯৯; মানাসিক মোল্লা আলী কারী পৃ. ১৫৫; গুনইয়াতুন নাসিক পৃ. ১১৭আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/?p=3088&preview=true