তাওয়াফের প্রত্যেক চক্করে কি নির্দিষ্ট দোয়া পড়তে হয়
প্রশ্ন
তাওয়াফের প্রত্যেক চক্করে কি নির্দিষ্ট দোয়া পড়তে হয়?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, তাওয়াফের প্রত্যেক চক্করে নির্দিষ্ট কোনো দোয়া পড়তে হয় না। শুধু রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মাঝে ‘রাব্বানা আতিনা ফিদ্ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার’-এই দোয়া পড়া উত্তম। হাদিস শরিফে এসেছে, عَنْ عَبْدِ اللهِ بْنِ السَّائِبِ ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ بَيْنَ الرُّكْنِ وَالْحَجَرِ : {رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ} . আবদুল্লাহ ইবনে সায়েব (রা.) বলেন, আমি রাসূলুল্লাহ (সা.)কে রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মাঝে এই দোয়া পড়তে শুনেছি, ‘রাব্বানা আতিনা ফিদ্ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার’। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৬০৬৩] এ ছাড়া যে কোনো চক্করে কুরআন-হাদিসে বর্ণিত যেকোনো দোয়াই পড়া যায়। ইচ্ছা করলে নিজের পক্ষ থেকে সুন্দর অর্থবিশিষ্ট অন্য যেকোনো দোয়াও করতে পারে। আরবিতেও করতে পারে। আবার নিজ ভাষায়ও করতে পারে।আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/3058/article-details.html