তাওয়াফে বিদা ছেড়ে দেওয়ার কারণে কি গম ওয়াজিব হবে
প্রশ্ন
গত বছর আমি এবং আমার স্ত্রী হজ্ব করেছি। হজ্বের মাঝে তাওয়াফে যেয়ারত করার পূর্বেই তার স্রাব শুরু হয়ে যায়। পরবর্তীতে পবিত্র হওয়ার পর তিনি একবার তাওয়াফ করেন। দেশে আসার পর এক আলেম আমাকে বলেনে, তার উপর দম ওয়াজিব হবে। প্রশ্ন হলো, আসলেই কি তার উপর দম ওয়াজিব হবে? ওয়াজিব হয়ে থাকলে করণীয় কী?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পবিত্র হওয়ার পর আপনার স্ত্রী যে তাওয়াফটি করেছে সেটি তাওয়াফে যেয়ারত হিসেবে ধর্তব্য হবে। তবে আপনার স্ত্রীর আরেকটি তাওয়াফ অর্থাৎ তাওয়াফে বিদা বাকি রয়ে গেছে। তাই তার উপর দম ওয়াজিব হবে। এখন আপনাদের কর্তর্ব হলো, যেকোনো ভাবে হেরেমের মধ্যে একটি দম আদায়ের ব্যবস্থা করা। গুনইয়াতুন নাসিক ২৭৪; রদ্দুল মুহতার ২/৫১৯, ৫২৩; মানাসিকে মোল্লা আলী কারী ২৫০, ৩৪৯, ৩৯৩আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/?p=2997&preview=true