হজ্বে যেতে মায়ের নিষেধ হলে করণীয় কী
প্রশ্ন
আমার হজ্বে যাওয়ার মতো টাকা-পয়সা আছে। কিন্তু আমার মা আমাকে হজ্বে যেতে নিষেধ করছেন। এমতাবস্থায় আমার করণীয় কী? উল্লেখ্য, আমি ইতিপূর্বে একবারও হজ্ব করিনি।উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়তের দৃষ্টিতে মা-বাবা যদি সন্তানের খেদমতের মুখাপেক্ষী না হয় তবে মা-বাবার বাধা উপেক্ষা করেই ফরজ হজ্ব করতে হবে। হাদিস শরিফে এসেছে, عن على عن النبي صلى الله عليه و سلم قال: لا طاعة لمخلوق في معصية الله عز و جل ‘আল্লাহ তাআলার নাফরমানী করে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ১০৯৫] তবে এ ক্ষেত্রে মা-বাবার যাবতীয় প্রয়োজনের ব্যবস্থা করে তাদের থেকে অনুমতি নিয়ে যাওয়ার চেষ্টা করা সন্তান হিসেবে আপনার উপর কর্তব্য। ফাতাওয়া হিন্দিয়া ১/২২০ ফাতাওয়া হক্কানিয়া ৪/২২৫আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/2996/article-details.html