কুরবানীতের অংশীদার এক শরিকের টাকা অন্য শরিক পরিশোধ করে দিলে কি উক্ত কুরবানী সহিহ হবে?
প্রশ্ন
আমরা চার ভাই মিলে প্রতি বছর একটি গরু কুরবানী করি। বড় ভাই এক ভাগ আর আমরা তিন ভাই দুই অংশ করে মোট ছয় ভাগ নিয়েছি। আমরা তিন ভাই সমান সমান টাকা দিয়ে অংশগ্রহণ করি। কিন্তু বড় ভাই আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তিনি তার অংশের পুরো টাকা দেন না। তিনি যা দেন তার সাথে বাকি টাকা মিলিয়ে আমরা তার অংশ পূর্ণ করে দেই। অবশ্য গোশত সকলের অংশ হারেই বণ্টন করা হয়। জানতে চাই, উল্লেখিত পদ্ধতিতে আমাদের কুরবানী কি সহিহ হচ্ছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের কুরবানী সহিহ হয়েছে। কেননা কোন শরীকের পক্ষ থেকে যদি আরেক শরীক কুরবানীর টাকা আংশিক আদায় করে দেয়, আর কুরবানীতে তার অংশ একসপ্তমাংশের কম না হয়; বরং পুরোপুরি একসপ্তমাংশ বা তার বেশি হয় তবে তাদের কুরবানী সহিহ হবে। কিন্তু ঐ শরীকের অংশ যদি একসপ্তমাংশের কম হয় তাহলে তাদের কুরবানী সহিহ হবে না।
- আলমুহীতুল বুরহানী ৮/৪৭৮; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩০৫; ফাতাওয়া বাযযাযিয়া ৬/২৯০; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩১৫; ইমদাদুল আহকাম ৪/২৪৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী