সিজদারত অবস্থায় হাত যমিনে বিছিয়ে দেওয়ার বিধান কী?
প্রশ্ন
নামাযে সিজদারত অবস্থায় উভয় হাত যমিনের উপর বিছিয়ে দিলে কি গুনাহ হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
পুরুষের জন্য সিজদা অবস্থায় উভয় বাহু যমিন থেকে পৃথক রাখা সুন্নত। বাহু যমিনে বিছিয়ে রাখা মাকরূহে তাহরীমী। হযরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন, তোমরা ঠিকভাবে সিজদা কর। (সিজদায় গিয়ে) তোমাদের মধ্যে কেউ যেন তার উভয় বাহুকে বিছিয়ে না দেয় যেমন কুকুর বিছিয়ে দেয়। (সহিহ বুখারি, হাদিস: ৮২২)
তবে ওজরের কারণে এমনটি করলে নামাযের ক্ষতি হবে না।
-বাদায়েউস সানায়ে ১/৫০৫; কিতাবুল হুজ্জাহ ১/১৭৯; আলবাহরুর রায়েক ২/২৩; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী ১৯২; রদ্দুল মুহতার ১/৬৪৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী