কতটুকু পরিমাণ নাপাকি নিয়ে নামায আদায় করলে নামায সহিহ হয় না?
প্রশ্ন
কাপড়ে বা শরীরে রক্ত, গোবর, মানুষের প্রস্রাব-পায়খানা বা এ ধরনের নাপাকি কতটুকু পরিমাণ লাগলে নামায সহিহ হয় না?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
রক্ত, গোবর ও মানুষের প্রস্রাব নাজাসাতে গলীযার অন্তর্ভুক্ত। নাজাসাতে গলীযা যদি কাপড়ে বা শরীরে লাগে এবং তা তরল হয় (যেমন, প্রস্রাব) তাহলে সেক্ষেত্রে তা যদি দিরহামের আয়তন (অর্থাৎ হাতের তালুর গভীরতা সমপরিমাণ)-এর কম হয় অথবা নাপাকি শক্ত হলে যেমন, গোবর তা যদি দিরহামের ওজন (বর্তমান মেট্রিক হিসাবে যা ৩.০১৬৮ গ্রাম)-এর চেয়ে কম হয় তাহলে তা না ধুয়ে নামায পড়লে নামায সহিহ হয়ে যাবে। তবে এ পরিমাণ অল্প নাপাকিও ধুয়ে নেওয়া ভালো। তাই সাধারণ অবস্থায় এ পরিমাণ নাপাকি নিয়ে নামায পড়া অনুত্তম।
আর যদি নাপাকি দিরহামের সমপরিমাণ হয় তাহলে তা ধুয়ে ফেলা ওয়াজিব। এ অবস্থায় নামায পড়া মাকরূহ তাহরীমী। তাই কেউ এ অবস্থায় নামায পড়লে সে নামায পুনরায় পড়ে নেওয়া ওয়াজিব হবে।
ইবরাহীম নাখায়ী (রাহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, রক্ত প্রস্রাব ইত্যাদি নাপাকি যদি দিরহাম পরিমাণ হয় তাহলে তোমার নামায পুনরায় পড়ে নাও। আর যদি দিরহামের কম হয় (এবং তুমি নামাযে থাক) তাহলে ঐ অবস্থায়ই তোমার নামায পূর্ণ করো। (কিতাবুল আসার, ইমাম মুহাম্মাদ রাহ. ১৪৬)
সায়ীদ ইবনে মুসাইয়িব (রাহ.), হাম্মাদ (রাহ.), যুহরী (রাহ.) প্রমুখ তাবেয়ী থেকেও এমনটি বর্ণিত আছে। (মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদিস: ৩৯৭৮, ৩৯৭৯, ৩৯৮৩,৩৯৮৪)
আর যদি নাপাকি দিরহামের চেয়ে বেশি হয় তাহলে সে নাপাকি ধুয়ে ফেলা আবশ্যক। এ পরিমাণ নাপাকি নিয়ে নামায পড়লে নামায হবে না।
-ইলাউস সুনান ১/৪০৫; আননাহরুল ফায়েক ১/১৪৬; আলবাহরুর রায়েক ১/২২৮; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী ৮৪; শরহুল মুনইয়াহ ১৭১; আলজাওহারাতুন নাইয়িরা ১/৪৯; ইমদাদুল ফাতাওয়া ১/৮৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী