শাবান মাসের ২৯ তারিখ অথবা ৩০ তারিখে রোযা রাখা যাবে কি?
প্রশ্ন
শাবান মাসের ২৯ তারিখ অথবা মাস ৩০ দিনে হলে ৩০ তারিখে রোযা রাখতে কোন সমস্যা আছে কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হাদিস শরিফে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করীম (সা.) বলেন, তোমাদের কেউ যেন রমযান মাসে একদিন বা দুই দিন পূর্ব থেকে রোযা না রাখে। তবে কারো যদি আগে থেকে কোন নির্দিষ্ট দিন রোযা রাখার অভ্যাস থাকে এবং (ঘটনাক্রমে) সে দিনটি ২৯ বা ৩০ শে শাবান হয় তাহলে সে ঐ দিন রোযা রাখতে পারবে। (সহিহ বুখারি, হাদিস: ১৯১৪, জামে তিরমিযী, হাদিস: ৬৮৪)
সুতরাং বিশেষভাবে শুধু ২৯ বা ৩০ শে শাবান রোযা রাখা মাকরুহ। তবে যে ব্যক্তি পূর্ব থেকে কোন নির্দিষ্ট দিন রোযা রেখে আসছে ঘটনাক্রমে তার ঐ দিন যদি ২৯ ও ৩০ শে শাবান হয় তাহলে তার জন্য এ দিন রোযা রাখতে কোন অসুবিধা নেই।
-হাশিয়াতুত তহতাবী আলাদ্দুর ১/৪৪৪; এলাউস সুনান ৯/১২৪-১২৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী