রোযা রেখে গীবত করলে কি রোযা ভেঙ্গে যায়?
প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেককেই বলতে শুনি যে, ‘রোযা রেখে গীবত করলে রোযা নষ্ট হয়ে যায়’ । জানতে চাচ্ছি, উক্ত কথা কি সঠিক?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
রোযা অবস্থায় গীবত করলে রোযা ভেঙ্গে যাবে না। তবে রোযার সাওয়াব ও গুণাগুণ নষ্ট হয়ে যাবে। গীবত কবীরা গুনাহ। কুরআন মাজীদ এবং হাদিস শরিফে এর ঘৃণ্যতা ও ভয়াবহতার কথা এসেছে। সাধারণ সময়ই এটি খুবই নিকৃষ্টতম কাজ। আর রমযান মাসে রোযা অবস্থায় এর ভয়াবহতা আরো বেশি। হাদিস শরিফে এসেছে রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন রোযা হল (জাহান্নামের আগুন থেকে বাঁচার) ঢাল, যে পর্যন্ত না তাকে বিদীর্ণ করা হয়। জিজ্ঞাসা করা হলো, কীভাবে রোযা বিদীর্ণ হয়ে যায়? নবী (সা.) বললেন, মিথ্যা বলার দ্বারা অথবা গীবত করার দ্বারা। (আলমুজামুল আওসাত, তাবারানী,হাদিস: ৭৮১০; সানানে নাসায়ী, হাদিস: ২২৩৫)
মুজাহিদ (রহ.) বলেন, দুটি অভ্যাস এমন রয়েছে, এ দুটি থেকে যে বেঁচে থাকবে তার রোযা নিরাপদ থাকবে: গীবত ও মিথ্যা।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ৮৯৮০; মাজমাউল আনহুর ১/৩৬০; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৬৭৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী