শাওয়াল মাসের কিছু দিন মক্কা মুকাররমায় থাকার কারণে হজ্ব ফরজ হবে কি
প্রশ্ন
সরকারী চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার পর সরকার আমাদের যে টাকা প্রদান করে তা দিয়ে হজ্ব করলে হজ্ব আদায় হবে কি? হজ্বের সফরে এ টাকাগুলো খরচ করা আমাদের জন্য জায়েয হবে কি?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বৈধ চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার পর সরকার যে পেনশন দিয়ে থাকে তা দিয়ে হজ্ব করলে হজ্ব আদায় হয়ে যাবে। আর যেহেতু এ টাকা বৈধ টাকা তাই নিজ প্রয়োজনে তা ব্যবহার করতে কোনো সমস্যাও নেই। ইমদাদুল ফাতাওয়া ৩/১৪৯ ফাতাওয়া উসমানী ৩/২৭৪আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/?p=2993&preview=true