দুলাভাইয়ের সাথে হজ্বে যাওয়া যাবে কি?

প্রশ্ন                                                                                         

আমার বয়স ১৮ বছর। আমি, আম্মা ও বড় বোন এবার আমাদের বড় দুলাভাইয়ের সঙ্গে হজ্ব আদায় করেছি। হজ্ব থেকে ফেরার পর জানতে পারলাম যে, দুলাভাইয়ের সঙ্গে হজ্বে যাওয়া আমার জন্য বৈধ হয়নি। তাহলে কি আমার হজ্ব সহিহ হয়নি?

উত্তর                                                                                       

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

মাহরাম ব্যতীত হজ্বের সফরে যাওয়া জায়েয নয়। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কোনো মহিলা যেন মাহরাম ছাড়া হজ্বে না যায়। (সুনানে দারাকুতনী, হাদিস: ২৪৪০)

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, কোনো পুরুষ যেন কোনো মহিলার সাথে নির্জনে অবস্থান না করে এবং কোনো মহিলা যেন মাহরাম ব্যতীত সফর না করে। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি অমুক যুদ্ধে নাম লিখিয়েছি আর আমার স্ত্রী হজ্বের জন্য বের হচ্ছে। তখন রাসূলুল্লাহ (সা.) বললেন, যাও। তুমিও তোমার স্ত্রীর সাথে হজ্ব কর। (সহিহ বুখারি, হাদিস: ৩০০৬)

সুতরাং মাহরাম ছাড়া হজ্বের সফরে যাওয়া আপনার জন্য নাজায়েয হয়েছে। এজন্য তওবা-ইস্তিগফার করতে হবে। তবে এভাবে যাওয়া নাজায়েয হলেও আপনার হজ্ব আদায় হয়ে গেছে।

-সহিহ বুখারি, হাদিস: ১৩৩৮; বাদায়েউস সানায়ে ২/২৯৯; আদ্দুররুল মুখতার ২/৪৬৫; আললুবাব ১/১৬৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী