সুতরার কতটুকু লম্বা থাকতে হয়?

প্রশ্ন                                                                                         

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরতের কাছে জানতে চাচ্ছি, সুতরার সর্বনিম্ন পরিমাণ কতটুকু?

উত্তর                                                                                       

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

সুতরা কমপক্ষে একহাত পরিমাণ হওয়া উচিত। আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.)-কে সুতরা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে (সেটা কতটুকু হবে) তিনি বললেন, হাওদার লাঠির মতো। (সহিহ মুসলিম, হাদিস: ৫০০)

আর আতা (রাহ.) বলেন, হাওদার লাঠির দৈর্ঘ্য হল, এক হাত বা তার চেয়ে বেশি।

-সুনানে আবু দাউদ, হাদিস: ৬৮৬; উমদাতুল কারী ৪/২৬৭; আলমাবসূত ১/১৯০; ফাতাওয়া হিন্দিয়া ১/১০৪; আল বাহরুর রায়েক ২/১৭; শরহুল মুনইয়াহ ৩৬৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী