ছাগল দান করার মান্নত করলে কি ছাগলই দান করতে হবে নাকি টাকা দান করলেও মান্নত আদায় হয়ে যাবে?
প্রশ্ন
আমি অসুস্থতার কারণে একটি ছাগল দান করার মান্নত করেছিলাম। এখন আলহামদুল্লিাহ আমি সুস্থ হয়ে গেছি। আমার জানার বিষয় হলো, এখন কি আমার জন্য ছাগল দান করাই জরুরি নাকি ছাগলের পরিবর্ত টাকা দান করলে মান্নত আদায় হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
আপনি যেহেতু ছাগল দান করার মান্নত করেছেন তাই বিশেষ কোনো ওজর না হলে ছাগলই দান করবেন। তবে ছাগলের ন্যায্যমূল্য মান্নত হিসেবে দান করলেও মান্নত আদায় হয়ে যাবে।
-ফাতহুল কাদীর ২/১৪৪; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪৩; বাদায়েউস সানায়ে ২/১১৭; আলবাহরুর রায়েক ৫/২৪৭; আদ্দুররুল মুখতার ২/২৮৫-২৮৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী