মসজিদে জানাযার নামায আদায় করার হুকুম কী?

প্রশ্ন                                                                                         

আমাদের মসিজটি শহরে অবস্থিত। মহল্লার কেউ মারা গেলে মসজিদই জানাযার নামায আদায় করা হয়। মসজিদের বাইরে সামনের দিকে লাশ রাখার জন্য অল্প খালি জায়গা আছে। সেখানে রাখা হয়। আর ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে মসজিদের ভেতরই নামাযে জানাযা আদায় করেন। আমার জানার বিষয় হল, মসজিদে জানাযার নামায পড়ার হুকুম কী?

উত্তর                                                                                       

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

লাশ মসজিদের ভেতরে রাখা হোক বা বাইরে রাখা হোক বিনা ওজরে মসজিদে জানাযার নামায পড়া মাকরূহ। নবী  কারীম (সা.) ইরশাদ করেছেন,যে ব্যক্তি মসজিদের ভেতর জানাযার নামায আদায় করবে তার কোনো সওয়াব হবে না। (সুনানে আবু দাউদ, হাদিস: ৩১৮৪)

মুসান্নাফে ইবনে আবী শাইবায় আছে, উক্ত হাদিস বর্ণনা করার পর হযরত সালেহ (রাহ.) বলেন, জানাযার মাঠে জায়গা না হলে সাহাবীরা ফিরে যেতেন। নামাযে শরিক হতেন না। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ১২০৯৭)

অবশ্য অন্য বর্ণনায় এসেছে, নবী কারীম (সা.)মসজিদেও দুজন সাহাবীর জানাযার নামায আদায় করেছেন। (সহিহ মুসলিম, হাদিস: ৯৭৩)

এই দুই ধরনের হাদিসের মাঝে ফকীহগণ এভাবে সমন্বয় করেছেন যে, স্বাভাবিক অবস্থায় জানাযার নামায মসজিদের বাইরেই আদায় করবে। আর কোনো ওজর থাকলে যেমন বৃষ্টি হলে অথবা বাইরে পড়ার মতো ব্যবস্থা না থাকলে মসজিদের ভেতরও আদায় করা যাবে।

প্রকাশ থাকে যে, বর্তমানে শহরগুলোতে মসজিদের বাইরে জায়গা না থাকার কারণে মসজিদে জানাযার নামায আদায় করা হয়। তাই তা দোষণীয় হবে না।

-উমদাতুল কারী ৮/২০-২১; তাকমিলা ফাতহুল মুলহিম ২/৪৯৪; ফাতহুল কাদীর ২/৯০-৯২; ইলাউস সুনান ৮/২৭৭; যাদুল মাআদ ১/৫০১; তাবয়ীনুল হাকায়েক ১/৫৮০; রদ্দুল মুহতার ২/২২৬, ২/২২৭; খুলাসাতুল ফাতাওয়া ১/২২২; আলবাহরুর রায়েক ২/১৮৬;

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী