কেউ যদি শৈশবে হজ্ব আদায় করে তাহলে কি বড় হওয়ার পর তাকে আবার হজ্ব আদায় করতে হবে?
প্রশ্ন
আমি শৈশবে আমার বাবার সাথে হজ্ব করেছি। এখন আমি বড় হয়েছি এবং আমার কাছে হজ্বে যাওয়ার মতো সম্পদ আছে। আমার প্রশ্ন হল, ছোটবেলায় আদায় করা ঐ হজ্বটি কি আমার ফরয হজ্ব হিসেবে আদায় হয়ে গেছে, নাকি আমাকে আবার ফরয হজ্ব করতে হবে? দয়া করে জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
আপনার ছোটবেলার হজ্বটি নফল হিসেবে আদায় হয়েছে। তাই আপনাকে ফরয হজ্ব আদায় করতে হবে। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে বালক হজ্ব করবে অতপর প্রাপ্তবয়স্ক হবে তাকে আরেকটি হজ্ব করতে হবে ।
-আলমুজামুল আওসাত, তবারানী, হাদিস: ৭২৫২; মাজমাউয যাওয়াইদ ৩/৪৭৩; (হাদিস: ৫২৫৪) মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ১৫১০৫; বাদায়েউস সানায়ে ২/২৯৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২১৭; আলবাহরুল আমীক ১/৩৬২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী