কারো থেকে বই নেওয়ার পর তা কোনোভাবে নষ্ট হয়ে গেলে কি জরিমানা দিতে হবে?

প্রশ্ন                                                                                         

আমি দুই সপ্তাহের জন্য আমার এক সহপাঠীর কাছ থেকে একটি বই নিয়েছিলাম পড়ার জন্য । ঐ বইটি আমি এক সপ্তাহের মধ্যই পড়ে শেষ করে ফেলি। পরে আমার আরেজন সহপাঠী ঐ বইটি আমার কাছে পড়ার জন্য চায়। যেহেতু তা ফেরত দেওয়ার এক সপ্তাহ বাকি ছিল তাই আমি তাকে ৪/৫ দিনের জন্য পড়তে দেই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার রুমে আগুন লেগে বইটি পুড়ে যায়। প্রশ্ন হল, এখন আমাকে কি ঐ বইয়ের জরিমানা দিতে হবে?

উত্তর                                                                                       

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

হ্যাঁ, আপনাকে ঐ বইয়ের ক্ষতিপূরণ দিতে হবে। কেননা আপনার সহপাঠীর স্পষ্ট অনুমতি ছাড়া অন্যকে পড়তে দেওয়া ঠিক হয়নি। এটি আমানতপরিপন্থী হয়েছে।  আর এরপর যেহেতু তা নষ্ট হয়েছে তাই আপনাকে এর ক্ষতিপূরণ দিতে হবে।

-শরহুল মাজাল্লা ৩/৩২১; খুলাসাতুল ফাতাওয়া ৪/২৯০

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

বিষয়সমূহ