কবরের পাশে পাথরে খোদাই করে লিখা জায়েয আছে কি?

প্রশ্ন                                                                                         

মৃত ব্যক্তির কবরের পাশে পাথরে বা খোদাই করে বিভিন্ন উক্তি, আয়াত, দুআ বা বাণী লিখে রাখার হুকুম কী? এটা কি শরীয়তসম্মত? তাছাড়া কবর সনাক্ত করার জন্য কবরে নাম ও ঠিকানা লিখে রাখতে দেখা যায়। শরীয়তের দৃষ্টিতে এর বিধান কী?

উত্তর                                                                                       

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

মৃত ব্যক্তির কবরের উপর বা পাশে কুরআনের আয়াত, দুআ, কবিতা বা প্রশংসা-স্তুতিমূলক বাক্য লিখে রাখা নিষেধ। হাদিস শরিফে কবরে লিখতে নিষেধ করা হয়েছে। হযরত জাবের (রা.) থেকে বর্ণিত আছে যে, নবী করীম (সা.) কবর পাকা করা, তার উপর লেখা, কবরের উপর ঘর নির্মাণ করা এবং তা পদদলিত করতে নিষেধ করেছেন। (জামে তিরমিযী, হাদিস: ১০৫২)

অবশ্য কখনো কবর সনাক্ত করার প্রয়োজন হলে মৃতের নাম ও সংক্ষিপ্ত পরিচয় লিখে রাখার অবকাশ আছে। সাহাবী হযরত উসমান বিন মাযউন (রা.)-এর কবরের পাশে এ উদ্দেশ্যেই নবী কারীম (সা.) পাথর রেখেছিলেন এমন বর্ণনা হাদিস শরিফে এসেছে। (সুনানে আবু দাউদ, হাদিস: ৩১৯৮)

এ বর্ণনার আলোকে ফকীহগণ বলেছেন, কবর পরিচয়ের স্বার্থে কবরের পাশে মৃতের নাম ও সংক্ষিপ্ত পরিচয় লিখে রাখার অনুমতি রয়েছে।

-বাদায়েউস সানায়ে ২/৬৫; আদ্দুররুল মুখতার ২/২৩৭; আলবাহরুর রায়েক ২/১৯৪; রদ্দুল মুহতার ২/২৩৮; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী ৩৩৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী