মসজিদে নববী থেকে ইহরাম বাঁধলে কি সহিহ হবে?
প্রশ্ন
আমি ঢাকা থেকে সরাসরি মদীনা শরীফ গিয়ে রাসূল (সা.)-এর রওজা মুবারক যিয়ারতের উদ্দেশ্যে ২/৩ দিন অবস্থান করি। তারপর আমি মসজিদে নববী থেকে ওমরার নিয়তে ইহরাম বেঁধে মক্কা শরীফে ওমরার উদ্দেশ্যে রওয়ানা করি। তো গাড়িতে উঠার পর বাঙ্গালী ড্রাইভার আমাকে বলল, মদীনা থেকে ওমরার নিয়ত করলে হবে না। জুল হুলাইফা মসজিদ থেকে ওমরার নিয়ত করতে হবে। আমি তৎক্ষণাৎ বাংলাদেশের দুইজন বড় আলেমের সাথে ফোনে যোগাযোগ করে দুইজনের দুই রকম মতামত পাই। যেমন, একজন বললেন, যেহেতু মদীনা শরীফ ও মসজিদে নববী মীকাতের আগে তাই আপনার ওমরার নিয়ত করা ঠিক আছে। কিন্তু অন্যজন বললেন, যেহেতু রাসূল (সা.) মদীনা শরীফ থেকে ওমরার ইহরাম বাঁধেন তাই আপনাকে জুল হুলাইফা মসজিদে এসেই ওমরার নিয়ত করতে হবে। এমতাবস্থায় কোনটি সঠিক?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার জন্য মসজিদে নববী থেকে ইহরাম করা জায়েয় হয়েছে। কেননা হজ্ব ও উমরার জন্য মীকাত এবং মীকাতের আগে যে কোনো জায়গা থেকে ইহরাম করা জায়েয। কারণ ইহরামের জন্য যে মীকাত নির্ধারণ করা হয়েছে তার অর্থ এই যে, ইহরাম ছাড়া ঐ জায়গাগুলো অতিক্রম করা যাবে না। এ অর্থ নয় যে, মীকাতের আগে ইহরাম করা যাবে না।
একাধিক সাহাবী থেকে মীকাতের অনেক আগেই ইহরাম করা প্রমাণিত আছে। ইবনে আবী লাইলা (রাহ.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, হযরত আলী (রা.) মদীনা থেকে ইহরাম করেছেন। (মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদিস: ১২৮৩২)
নাফে (রাহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বাইতুল মাকদিস থেকে ইহরাম করেছেন। (মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদিস: ১২৮১৯)
আবদুল্লাহ ইবনে সালামা (রাহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আলী (রা.)-কে সূরা বাকারার ১৯৬ নং আয়াত (তরজমা) আর তোমরা আল্লাহর জন্য হজ্ব ও উমরা পূর্ণ করো।)-এর তাফসীর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, হজ্ব ও উমরা পূর্ণ করার অর্থ হল, নিজের ঘর থেকে ইহরাম করা। -মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদিস: ১২৮৩৪; তাফসীরে তবারী ২/২১৩
এ ছাড়াও হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.), উসমান ইবনে আবীল আস (রা.), ইমরান ইবনে হুসাইন (রা.), ইবরাহীম নাখায়ী (রাহ.), তাউস (রাহ.)-সহ আরো অনেক সাহাবা-তাবেয়ী থেকে মীকাতের আগেই ইহরাম করার কথা বর্ণিত হয়েছে। - মুসান্নাফে ইবনে আবী শাইবা ৮/৩৫-৪০
সুতরাং যুলহুলাইফা মসজিদে এসেই ইহরাম করতে হবে, মদীনা থেকে ইহরাম করা যাবে না- এ কথা ঠিক নয়। রাসূলে কারীম (সা.)যুলহুলাইফা থেকে ইহরাম করেছেন এটা যে মীকাত এ কথা বোঝানোর জন্য।
অতএব মদীনা থেকে আপনার ইহরাম করা ঠিক হয়েছে। যুলহুলাইফা এসে পুনরায় ইহরামের নিয়ত করার কোনো প্রয়োজন নেই।
-আলমাবসূত, সারাখসী ৪/১৬৬, ১৬৭; আদ্দুররুল মুখতার ২/৪৭৭-৪৭৮; বাদায়েউস সানায়ে ২/৩৭২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী