কোনো বিল্ডিংয়ের মাঝের এক তলাকে মসজিদ বানালে কি উক্ত মসজিদ ‘মসজিদে শরয়ী’ হিসেবে বিবেচিত হবে?
প্রশ্ন
আমি তিন তলা বিশিষ্ট একটি বিল্ডিং নির্মাণ করেছি। এখন উক্ত বিল্ডিংয়ের প্রথম ও তৃতীয় তলাকে মাদরাসার জন্য রেখে মাঝের এক তলাকে মসজিদ বানাতে চাই। এখন আমি জানতে চাচ্ছি, এভাবে শুধু মাঝের তলাকে মসজিদ বানানোর দ্বারা উক্ত মসজিদ ‘মসজিদে শরয়ী’ হবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
কোনো স্থান শরয়ী মসজিদ হওয়ার জন্য ঐ স্থানের উপর-নিচ পুরোটাই মসজিদের জন্য ওয়াকফ হওয়া শরীয়তের নিয়ম। তাই কোনো স্থানে মসজিদ বানাতে হলে ঐ স্থানের উপর-নিচ পুরোটাই মসজিদের জন্য নির্ধারণ করে দিবে। নিচে বা উপরে মসজিদ ব্যতীত অন্য কিছু বানাবে না। তবে জায়গা সংকটের কারণে একটি ভবনের কোনো এক তলাকে মসজিদের জন্য স্থায়ীভাবে ওয়াকফ করে দিলেও কোনো কোনো ফকীহের নিকট তা শরয়ী মসজিদ হয়ে যায়।
এ মত অনুযায়ী প্রশ্নোক্ত ক্ষেত্রে ভবনের মাঝের এক তলাকে মসজিদের জন্য ওয়াকফ করলে সেটা শরয়ী মসজিদ হিসেবে গণ্য হবে এবং মসজিদের যাবতীয় হুকুম তাতে প্রযোজ্য হবে।
-ফাতহুল কাদীর ৫/৪৪৪-৪৪৫; তাবয়ীনুল হাকায়েক ৪/২৭২; আলইসআফ ফী আহকামিল আওকাফ ৭২-৭৩; দুরারুল হুককাম ২/১৩৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী