কসর সংক্রান্ত একটি মাসআলা।
প্রশ্ন
আমি বরিশাল যাওয়ার উদ্দেশ্যে ফার্মগেট থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাই। আমার জানার বিষয় হলো, সদরঘাট থেকে লঞ্চ ছাড়ার আগে কি আমি নামায কসর করতে পারব?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
না, প্রশ্নোক্ত ক্ষেত্রে সদরঘাটে লঞ্চ নোঙর করা অবস্থায় তাতে নামায কসর করা যাবে না। কেননা, লঞ্চ পাড়ে বা পাড়ের নিকটে ভিড়ানো থাকলে তা ঐ পাড়ের হুকুমে গণ্য হয়। আর সদরঘাট যেহেতু ঢাকা সিটির অন্তর্ভুক্ত তাই ঘাটে লঞ্চ ভিড়ানো থাকা অবস্থায় আপনি মুকীমই থাকবেন। লঞ্চ সদরঘাট ত্যাগ করার পর থেকে আপনার জন্য কসরের হুকুম সাব্যস্ত হবে।
-ফাতহুল কাদীর ২/৮; আলমুহীতুল বুরহানী ২/৩৮৭; শরহুল মুনইয়াহ ৫৩৬; ফাতাওয়া তাতারখানিয়া ২/৪৯৩, ২/৫৪০; আলবাহরুর রায়েক ২/১২৮; আদ্দুররুল মুখতার ২/১২১; ইমদাদুল আহকাম ১/৭১০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী