যে ব্যক্তি কখনো হজ্বে যায় নি তাকে দিয়ে বদলি হজ্ব করানো যাবে কি?
প্রশ্ন
আমার বাবার উপর হজ্ব ফরয হয়েছিল। কিন্তু তিনি হজ্বে যাওয়ার আগে ইন্তিকাল করেন। তাই আমরা চাচ্ছি বাবার বদলি হজ্ব করাতে। তো বাবার বদলি হজ্ব করার জন্য আমরা যাকে নির্ধারণ করেছি তিনি পূর্বে কখনো হজ্ব করেননি। এক লোক বলল, এমন ব্যক্তিকে দিয়ে বদলি হজ্ব করালে তা সহিহ হয় না। ঐ লোক কি ঠিক বলেছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
যে ব্যক্তি নিজের হজ্ব আদায় করেনি তাকে দিয়ে বদলি হজ্ব করানো মাকরূহ। তবে এমন ব্যক্তিকে দিয়ে বদলি হজ্ব করালেও তা আদায় হয়ে যাবে। তাই প্রশ্নের ঐ কথা ঠিক নয়।
উল্লেখ্য যে, বদলি হজ্ব এমন ব্যক্তিকে দিয়ে করানো উত্তম যে ইতিপূর্বে নিজের ফরয হজ্ব আদায় করেছে এবং হজ্বের মাসাইল সম্পর্কে ভালো জ্ঞান রাখে।
-সহিহ বুখারি, হাদিস: ১৫১৩; সহিহ মুসলিম, হাদিস: ১৩৩৪; মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ১৩৫৪৪; মাবসূত, সারাখসী ৪/১৫১; ফাতহুল কাদীর ৩/৭৯; বাদায়েউস সানায়ে ২/৪৫৬; রদ্দুল মুহতার ২/৬০৩; আলবাহরুর রায়েক ৩/৬৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী