জানাযার নামাযে তিন কাতার করার বিধান কী?
প্রশ্ন
জানাযার নামাযের সময় লোকজনকে বলতে শোনা যায় তিন কাতার করা কথা। জানার বিষয় হলো, জানাযার নামাযে তিন কাতার করার হুকুম কী? এটা কি সুন্নত-মুস্তাহাব কিছু বা এতে কি বিশেষ কোনো ফযীলত আছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হাদিস শরিফে এসেছে, মালেক ইবনে হুবায়রা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কোনো মুসলমান মারা যাওয়ার পর তার জানাযায় যদি তিন কাতার মুসলমান শরিক হয় তাহলে তার জন্য (জান্নাত) অবধারিত। সুনানে তিরমিযী, সুনানে আবু দাউদসহ বহু হাদিস গ্রন্থে এ হাদিস বর্ণিত হয়েছে।
রেওয়াতে এটাও আছে যে, বর্ণনাকারী মালেক ইবনে হুবায়রা (রা.) যখন দেখতেন লোক সংখ্যা অল্প তখন তাদেরকে (উপস্থিত লোকদেরকে) তিন কাতার করে দিতেন।
ফকীহগণ এ সংক্রান্ত হাদীসের আলোকে জানাযার নামাযে মুসল্লি সংখ্যা কম হলেও যথাসম্ভব তাদেরকে তিন কাতারে বিভক্ত করে দাঁড় করানো উত্তম বলেছেন। তবে মুসল্লি সংখ্যা অধিক হলে তিনের অধিক কাতারও করা যাবে। এবং এতে সেই ফযীলতও পাওয়া যাবে।
-জামে তিরমিযী, হাদিস: ১০২৮; সুনানে আবু দাউদ, হাদিস: ৩১৫৮; শরহুল মুসলিম নববী ৭/১৭; হালবাতুল মুজাল্লী ২/৬১৩; শরহুল মুনইয়াহ ৫৮৮; আলহাদিয়্যাতুল আলাইয়্যাহ ১২৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী