নামাযরত ব্যক্তির সামনে থেকে কি উঠে আসা যাবে?
প্রশ্ন
আমি মসজিদে নামায পড়া অবস্থায় এক ব্যক্তি আমার পেছনে এসে নামাযে দাঁড়িয়ে যায়। আমি নামায শেষ করে তার সামনে থেকে উঠে চলে আসি। তখন পাশে বসা এক ব্যক্তি আমাকে বললেন, আপনি নামাযির সামনে দিয়ে অতিক্রম করে গুনাহ করেছেন। কেননা মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করা নিষিদ্ধ। তাই আমি জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির সামনে থেকে উঠে আসার কারণে কি আমার গুনাহ হয়েছে? দয়া করে সঠিক মাসআলাটি জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
নামাযির সামনে দিয়ে অতিক্রম করা নিষিদ্ধ। কিন্তু সামনে অবস্থানকারীর জন্য পাশে সরে যাওয়া বা সেখান থেকে চলে আসা নিষিদ্ধ নয়। তাই আপনার জন্য সামনে থেকে সরে আসা নাজায়েয হয়নি। ঐ মুসল্লির কথা ঠিক নয়। হাদিস শরিফে অতিক্রম করা বড় গুনাহ বলা হয়েছে।
সহিহ বুখারি, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে, আয়েশা (রা.) রাসূলুল্লাহ (সা.)-এর সামনে শুয়ে থাকা অবস্থায় রাসূলুল্লাহ (সা.) নামায আদায় করতেন। তখন হযরত আয়েশা (রা.) তাঁর সামনে থেকে এক পাশে উঠে চলে যেতেন। (সহিহ বুখারি, হাদিস: ৫১১; সহিহ মুসলিম, হাদিস: ৫১২)
তবে মসজিদে মুসল্লির সামনে উপবিষ্ট ব্যক্তির বিশেষ জরুরত ছাড়া চলে না আসাই বাঞ্ছনীয়। বিশেষত লোকটি সরে গেলে নামাযির সামনে দিয়ে অন্যদের যাতায়াতের আশঙ্কা থাকলে নামায শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করাই উত্তম হবে।
-সহিহ বুখারি, হাদিস: ৫১১; সহিহ মুসলিম, হাদিস: ৫১২; ইমদাদুল আহকাম ১/৮০৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী