শুধু বিসমিল্লাহ বলে মুরগি যবাই করলে কি যবাই সহিহ হবে?
প্রশ্ন
বাজারে আমার একটি মুরগির দোকান আছে। আমি ফার্মের মুরগি বিক্রি করি। আমি ছোট থেকেই জেনে এসেছি যে, পশু যবাইয়ের সময় বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে যবাই করতে হয়। গতকাল এক লোক ৩০টা মুরগির অর্ডার দিয়েছেন। যেহেতু অনেকগুলো মুরগি যবাই করতে হবে তাই লোকটির সামনে মুরগিগুলো যবাইয়ের সময় আল্লাহু আকবার না বলে শুধু বিসমিল্লাহ বলে যবাই করছিলাম। কিন্তু পরে আমার মনে এ নিয়ে সন্দেহ তৈরি হয় যে আসলে আমার যবাই সহিহ হয়েছে কিনা। এখন হুজুরের কাছে জানতে চাচ্ছি, শুধু বিসমিল্লাহ বলে যবাই করার দ্বারা কি আমার যবাই সহিহ হয়েছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
যবাইয়ের সময় শুধু বিসমিল্লাহ বললেও যবাই সহিহ হয়ে যায়। তাই আপনার যবাই করা সহীহ হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন-
فَكُلُوْا مِمَّا ذُكِرَ اسْمُ اللهِ عَلَیْهِ.
সুতরাং এমন সব হালাল পশু থেকে খাও, যাতে আল্লাহর নাম নেওয়া হয়েছে। (সূরা আনআম, আয়াত : ১১৮)
তবে ফকীহগণ নিম্নোক্ত হাদিসের আলোকে بِسْمِ اللهِ اَللهُ أَكْبَر পুরাটা বলাকেই মুস্তাহাব বলেছেন। আনাস (রা.) থেকে বর্ণিত,তিনি বলেন,
ضَحَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ، فَرَأَيْتُهُ وَاضِعًا قَدَمَهُ عَلَى صِفَاحِهِمَا، يُسَمِّي وَيُكَبِّرُ، فَذَبَحَهُمَا بِيَدِهِ.
রাসূলুল্লাহ (সা.) দুটি সাদা কালো রংয়ের ভেড়া দ্বারা কুরবানী করেছেন। দেখলাম, তিনি ভেড়া দুটোর গর্দানের পাশে পা রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নিজ হাতেই দুটোকে যবাই করলেন।
-সহিহ বুখারি, হাদিস: ৫৫৫৮; ফাতহুল বারী ১০/২০; বাদায়েউস সানায়ে ৪/১৬৯; আলমুহীতুল বুরহানী ৮/৪৫১; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৮৫; আদ্দুররুল মুখতার ৬/৩০১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী