অযু ছাড়া আযান দেওয়ার বিধান কী?
প্রশ্ন
আমি একজন মুয়াযযিন। মসজিদের নির্দিষ্ট কোনো খাদেম না থাকায় প্রায়ই মসজিদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। ফলে কখনো আযানের পূর্বে অযু করার সুযোগ হয় না। তখন অযু ছাড়াই আযান দিতে হয়। হুযুরের নিকট জানতে চাই, অযু ছাড়া আযান দেওয়ার হুকুম কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
অযু অবস্থায় আযান দেওয়া মুস্তাহাব। একাধিক হাদিস-আছারে এ ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে। তবে আযান সহিহ হওয়ার জন্য অযু শর্ত নয়। অযু ছাড়া আযান দিলেও আযান সহিহ হয়ে যাবে।
ইবরাহীম নাখায়ী (রাহ.) বলেন,
لاَ بَأْسَ أَنْ يُؤَذِّنَ عَلَى غَيْرِ وُضُوءٍ.
অযু ছাড়া আযান দেওয়া নিষিদ্ধ নয়। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস ২২০২)
তবে অযু ছাড়া আযান দেওয়াকে অভ্যাসে পরিণত করা যাবে না।
-সুনানে কুবরা, বায়হাকী ১/৩৯৭; আলমুহীতুল বুরহানী ২/৯৪; কিতাবুল আছল ১/১১০; আলবাহরুর রায়েক ১/২৬৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী