ইমাম সাহেব মুসল্লিদের থেকে উঁচু স্থানে দাড়িয়ে নামায আদায় করার হুকুম কী?
প্রশ্ন
একবার বৃষ্টির সময় আমরা কয়েকজন ঘরে আসরের নামাযের জামাত করি। ইমাম ও আরো দুইজন খাটের উপর দাঁড়ায়। আর বাকিরা নিচে দাঁড়ায়। জানতে চাই, যারা নিচে দাঁড়িয়েছে তাদের নামাযের হুকুম কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
যারা নিচে দাঁড়িয়েছে তাদেরও নামায সহিহ হয়েছে। ইমামের একাকী উঁচু স্থানে দাঁড়ানো মাকরূহ। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে ইমামের সাথে কিছু মুসল্লি দাঁড়িয়ে ঠিকই করেছেন। অন্যথায় ইমাম খাটে আর সকল মুসল্লি নিচে দাঁড়ালে নামায মাকরূহ হত।
-বাদায়েউস সনায়ে ১/৫০৮; শরহুল মুনয়া পৃ. ৩৬১; আদ্দুররুল মুখতার ১/৬৪৬; ইমদাদুল ফাত্তাহ ৩৯১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী