বাড়ির নিচে বাথরুমের ট্যাংকি থাকলে ঐ বাড়ির ফ্লোরে নামায পড়লে কি নামায সহিহ হবে?
প্রশ্ন
আজকাল অনেকে এমনভাবে বাড়ি বানায় যে, বাড়ির বাথরুমের ট্যাংকি থাকে বাড়ির নিচে। আমার প্রশ্ন হল, ঐ বাড়ির প্রথম ফ্লোরে নামায পড়া জায়েয হবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
যেহেতু নাপাকির রং, গন্ধ ইত্যাদি কোনো আলামতই এক্ষেত্রে প্রকাশ হয় না তাই তার উপর নামায পড়া জায়েয।
-শরহুল মুনইয়াহ ২০২; ফাতাওয়া হিন্দিয়া ১/৬২; আলমুহীতুল বুরহানী ২/২০; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী