নাবালেগ ছেলে কুরবানীর পশু জবাই করলে কি কুরবানী সহিহ হবে?

প্রশ্ন                                                                                         

এবার কুরবানীর ঈদে আমাদের মহল্লায় এক নাবালেগ ছেলে স্বাভাবিক নিয়মে একটি গরু যবাই করে। এটা দেখে এক মুরুব্বী বলল, কুরবানীর পশু যবাইকারী বালেগ হতে হবে। ১৫ বছরের কম বয়সের কেউ যবাই করলে কুরবানী সহিহ হয় না। জানতে চাই, এ লোকের কথা কি ঠিক? এক্ষেত্রে সঠিক মাসআলা কী আর উক্ত কুরবানীর কী হুকুম?

উত্তর                                                                                       

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

বুঝমান না-বালেগ যদি সঠিক পন্থায় পশু যবাই করে তাহলে তা সহিহ হবে। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, বালেগ-না-বালেগ, পুরুষ-মহিলা যে-ই (পশু) যবাই করুক তা খাও। (মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৮৫৫২)

মুজাহিদ (রাহ.) বলেন, না-বালেগের জবাইয়ে কোনো সমস্যা নেই। (মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৮৫৫৪)

তবে জবাই যেন সঠিকভাবে হয় তাই বালেগ সক্ষম ব্যক্তিরই জবাই করা উচিত।

-কিতাবুল আছল ৫/৪০০; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৩৯০; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৮৫; আদ্দুররুল মুখতার ৬/২৯৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী