মনে মনে মানত করলে কি তা আবশ্যক হয়?
প্রশ্ন
অনেকদিন ধরে আমার মেয়ের বিয়ে আটকে ছিল। তাই আমি মনে মনে নিয়ত করি, যদি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা হয় তাহলে এক হাজার টাকা দান করব। আল্লাহর রহমতে আমার মেয়ের বিবাহ ঠিক হয়েছে এবং সম্পন্নও হয়েছে। পরে একজন আলেমকে এ বিষয়ে জানালে তিনি বলেন, আপনি যেহেতু মুখে কিছু উচ্চারণ করেননি। শুধু মনে মনে নিয়ত করেছেন তাই এটা মান্নত হয়নি এবং এক হাজার টাকা সদকা করা আপনার জন্য আবশ্যকও নয়। আমার জানার বিষয় হল, টাকা সদকা করা কি আসলেই আমার জন্য আবশ্যক নয়?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
আপনি যেহেতু মনে মনে আল্লাহর রাস্তায় দান করার নিয়ত করেছেন তাই তা পূর্ণ করাই উচিত হবে। তবে আপনি যেহেতু মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে নিয়ত করেছেন তাই সেটা মান্নত হয়নি। কেননা মান্নতের জন্য মুখে উচ্চারণ করা জরুরি। সুতরাং ঐ এক হাজার টাকা সদকা করা আপনার জন্য ওয়াজিব নয়। ইমাম সাহেবের ঐ কথা ঠিক আছে।
-আহকামুল কুরআন, ইবনে আরাবী ১/২৬৮; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী পৃ. ৩৮৩; তাবয়ীনুল হাকায়েক ২/২৩২; খুলাসাতুল ফাতাওয়া ১/২৭২; আলবাহরুর রায়েক ২/৩০৪; আদ্দুররুল মুখতার ২/৪৪১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী