সূর্যোদয়ের সময় জানাযা উপস্থিত হলে বিলম্ব করা যাবে কি?

প্রশ্ন                                                                                         

সেদিন আমাদের মহল্লার মসজিদে ফজরের নামাযের সময় একটি জানাযা উপস্থিত হয়। ফজরের নামাযের পরপরই জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোনো কারণে জানাযা পড়তে বিলম্ব হয়ে যায়। এমনকি সূর্যোদয়ের সময় হয়ে যায়। তখন ইমাম সাহেব ঘোষণা দেন যে, এখন সূর্যোদয় হচ্ছে। জানাযা আরও দশ মিনিট পর অনুষ্ঠিত হবে। আমার জানার বিষয় হল, জানাযা উপস্থিত থাকা সত্ত্বেও ১০ মিনিট বিলম্ব করা কি ঠিক হয়েছে?

উত্তর                                                                                       

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

প্রশ্নোক্ত ক্ষেত্রে ১০ মিনিট বিলম্ব করে সূর্যোদয়ের পর জানাযার নামায আদায় করা ঠিকই হয়েছে। কারণ আগ থেকে জানাযা প্রস্তুত থাকলে সূর্যোদয়ের সময় জানাযার নামায আদায় করা মাকরূহে তাহরীমী। সুতরাং এক্ষেত্রে বিলম্ব করাটা জরুরতবশত ও শরয়ী কারণেই হয়েছে। তাই তা অন্যায় হয়নি।

-সহিহ মুসলিম, হাদিস: ৮৩১; কিতাবুল আছল ১/১২৮; ফাতহুল কাদীর ১/২০৪; ফাতহুল মুলহিম ২/৩৭০; ফাতাওয়া হিন্দিয়া ১/৫২; আলবাহরুর রায়েক ১/২৪৯; ইলাউস সুনান ৮/৩৫৮; শরহুল মুনইয়াহ ২৩৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী