টিকিট ছেড়ে পুকুরের মাছ বিক্রি করা জায়েয আছে কি?

প্রশ্ন                                                                                         

আমাদের এলাকায় কয়েকটি পুকুর আছে। পুকুরের মালিকগণ প্রতি বছর মাছ শিকারের জন্য নির্দিষ্ট মূল্যে টিকেট ছেড়ে থাকে। সেখানে মাছ শিকারের পদ্ধতি হলো, তারা একটি দিন নির্ধারণ করে দেয়। ঐ দিনের মধ্যে বড়শি দিয়ে যে যত মাছ শিকার করতে পারবে সব তার। জানার বিষয় হল, এই পদ্ধতিতে মাছ শিকার করা কি জায়েয আছে?

উত্তর                                                                                       

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

মাছ শিকারের প্রশ্নোক্ত পদ্ধতিটি শরীয়তসম্মত নয়। কেননা এতে কে কতটুকু মাছ পাবে তা সম্পূর্ণ অস্পষ্ট। বরং একেবারে না পাওয়ারও সম্ভাবনা আছে। যা ধোঁকা ও শরীয়ত নিষিদ্ধ ‘গারার’ এর অন্তর্ভুক্ত। এছাড়া জুয়ার সাথেও এর সাদৃশ্য রয়েছে। কারণ এতে কে কী পরিমাণ মাছ ধরতে পারবে তার কোনো নিশ্চয়তা থাকে না। কেউ হয়ত পাবেই না। অথচ টাকা দিয়েছে সবাই। এই টাকা হয়ত পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আবার এমনও হতে পারে যে, কেউ অনেক বেশি মাছ পেয়ে যাবে। যেহেতু এই অনিশ্চয়তা মূল লেনদেনের সাথেই জড়িত তাই তা নাজায়েয। মুসলমানদের জন্য তা পরিহার করা কর্তব্য।

-সহিহ মুসলিম, হাদিস: ১৫১৩; আদায়েউস সানায়ে ৪/১৭; মাবসূত, সারাখসী ১২/১৯৪; রদ্দুল মুহতার ৬/৬৬; আননাহরুল ফায়েক ৩/৪১৯

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী