জানাযার নামাযে হাসলে কি অযু ভেঙ্গে যাবে?

প্রশ্ন                                                                                         

একদিন আমাদের মহল্লার মসজিদে যোহরের নামাযের সময় কোনো কারণবশত নামাযের আগে জানাযার নামায অনুষ্ঠিত হয়। তখন নামাযে কোনো এক কারণে আমার বন্ধু হেসে উঠে। এরপর আমরা একত্রে যোহরের নামায আদায় করি। জানার বিষয় হল, তার জানাযার নামায কি শুদ্ধ হয়েছে? আর নামাযে উচ্চস্বরে হাসার কারণে তার অযু ভেঙ্গেছে কি?

উত্তর                                                                                       

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

জানাযা নামাযে উচ্চস্বরে হাসলে নামায ভেঙ্গে যায়। তবে অযু ভাঙ্গে না। তাই প্রশ্নোক্ত মুসল্লির জানাযা নামায শুদ্ধ হয়নি। তবে এ কারণে তার অযু ভাঙ্গেনি। তাই ঐ অযু দ্বারা তার পরবর্তী নামায পড়া সহিহ হয়েছে।

জানাযা নামাযে হাসা খুবই দুঃখজনক অন্যায় কাজ। এ সময় তো মৃত্যুকে স্মরণ করার সময়। তাই ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকা দরকার।

-তাবয়ীনুল হাকায়েক ১/৫৫; বাদায়েউস সানায়ে ১/১৩৬; ফাতাওয়া তাতারখানিয়া ১/২৫৯; রদ্দুল মুহতার ১/১৪৪

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

বিষয়সমূহ