কুরবানীর পশু যবাই করার সময় রশি দিয়ে পা বাঁধার কারণে পা ভেঙে গেলে কি উক্ত পশু দিয়ে কুরবানী করা সহিহ হবে?
প্রশ্ন
আমরা কয়েকজন মিলে এ বছর একটি ষাঁড় গরু কুরবানী করেছি। গরুটি খুব শক্তিশালী হওয়ায় বার বার উঠে যাচ্ছিল। তাই গরুটির পায়ে রশি বেঁধে টান দেওয়া হয়। ফলে সামনের পায়ের উপর পড়ে পা দুটি বাঁকা হয়ে মচকে যায়। এরপর গরুটি আর পা নাড়াতে পারেনি। সম্ভবত পা দুটি ভেঙ্গে গেছে। এখন উক্ত পশু দ্বারা আমাদের কুরবানী সহিহ হয়েছে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হাঁ, উক্ত পশু দ্বারা কুরবানী সহিহ হয়েছে। কারণ যবাই করার সময় শোয়াতে গিয়ে কিংবা কোনো কারণে যদি পশুর কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় তবে সেটি কুরবানীর ক্ষেত্রে প্রতিবন্ধক হয় না। ঐ পশু দ্বারা কুরবানী সহিহ হয়ে যায়।
-মাবসূত, সারাখসী ১২/১৭; কিতাবুল আছল ৫/৪১০; আলমুহীতুল বুরহানী ৮/৪৬৭; বাদায়েউস সানায়ে ৪/২১৬-২১৭; আলবাহরুর রায়েক ৮/১৭৭; রদ্দুল মুহতার ৬/৩২৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী