গরুর অধিকাংশ দাঁত পড়ে গেলে উক্ত গরু দিয়ে কি কুরবানী করা সহিহ হবে?
প্রশ্ন
আমাদের খুব বয়স্ক একটি গরু আছে । বেশি বয়সের ফলে গরুটির কয়েকটা দাঁত ছাড়া প্রায় সবক’টি দাঁতই পড়ে গেছে। তবে যে কয়টা দাঁত অবশিষ্ট আছে তা দ্বারা ঘাস চিবিয়ে খেতে পারে। এ বছর আমরা উক্ত গরুটিকে কুরবানী করতে চাচ্ছি। প্রশ্ন হল, এর দ্বারা কুরবানী করা কি সহিহ হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
এ অবস্থায়ও গরুটি যদি ঘাস চিবিয়ে খেতে পারে তাহলে তার দ্বারা কুরবানী সহিহ হবে।
-বাদায়েউস সানায়ে ৪/২১৫; শরহু মুখতাসারিত তাহাবী ৭/৩৫৫; ফাতওয়া বাযযাযিয়া ৬/২৯৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী