টাখনুর নিচে জুব্বা পরিধান করলে কি গুনাহ হবে?
প্রশ্ন
আমি নামায শিক্ষার একটি বইয়ের মধ্যে নিম্নোক্ত হাদিসটি পেয়েছি-
ما أسفل من الكعبين من الإزار في النار .
সেখানে অর্থ লেখা হয়েছে, টাখনুর নিচের যেই অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তা জাহান্নামে যাবে?
জানার বিষয় হল, হাদিসটিতে কি শুধু পায়জামা ও লুঙ্গি উদ্দেশ্য? কেউ যদি এমন লম্বা জুব্বা পরিধান করে যা টাখনুর নিচে গিয়ে পড়ে। তাহলে কি এ হাদিসের অন্তর্ভুক্ত হবে? হাদিসটির ব্যাখ্যা বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হাদিসের উক্ত বিধান এবং ধমকিবাণী শুধু লুঙ্গি বা পায়জামার সাথে সীমাবদ্ধ নয়; বরং জুব্বা বা যেকোনো পোশাক টাখনুর নিচে পরিধান করলেই তা এ হাদিসের অন্তর্ভুক্ত হবে। এই ব্যাপক হুকুম অন্যান্য হাদিস-আসার দ্বারা প্রমাণিত।
হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেন,
الإسبال في الإزار والقميص والعمامة، من جر منها شيئا خيلاء لم ينظر الله إليه يوم القيامة.
লুঙ্গি, জামা, পাগড়ি এর কোনোটাকে যে অহংকারবশত (টাখনুর নিচে) ঝুলিয়ে পড়বে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে (রহমতের দৃষ্টিতে) তাকাবেন না। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ২৫৩৩৭)
অপর এক বর্ণনায় এসেছে, আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন,
ما قال رسول الله صلى الله عليه وسلم في الإزار، فهو في القميص.
রাসূলুল্লাহ (সা.) লুঙ্গি/পায়জামার সম্পর্কে যা কিছু বলেছেন তা জামার ব্যাপারেও প্রযোজ্য। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪০৯২)
প্রখ্যাত তাবেয়ী মুজাহিদ (রাহ.) বলেন,
جر القميص والإزار سواء.
জামা ঝুলিয়ে পড়া আর লুঙ্গি ঝুলিয়ে পড়া একই সমান। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ২৫৩৩৮)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী