কাপড়ের কোন অংশে নাপাকি লেগেছিল তা ভুলে গেলে কাপড় পাক করার পদ্ধতি কী?
প্রশ্ন
আমার কাপড়ে নাপাকি লেগেছিল। পরে নাপাকি শুকিয়ে তা পড়ে গেছে। এখন মনে নেই- কাপড়ের কোন অংশে নাপাকি লেগেছিল। জানার বিষয় হলো, এখন আমি এই কাপড় কীভাবে পবিত্র করব?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
এক্ষেত্রে আপনাকে পুরো কাপড়ই ধুতে হবে। কাপড়ের অংশ বিশেষ ধুয়ে নিলে পবিত্র হবে না। হাঁ, নাপাকি কোন স্থানে লেগেছে তা জানা থাকলে শুধু ঐ স্থান ধুয়ে নিলেই কাপড় পবিত্র হয়ে যাবে। পুরো কাপড় ধুতে হবে না।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ৯০৫; ফাতহুল কাদীর ১/১৬৮; বাদায়েউস সানায়ে ১/২৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী